রাজ্যে ফের বাড়ল কোভিড বিধিনিষেধ। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত কোভিড বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হয়েছে। তবে পুজোর সময়ে শিথিল থাকবে রাতের বিধিনিষেধ। পঞ্চমী থেকে লক্ষ্মীপুজো অবধি থাকছে না নাইট কার্ফু। তবে ৩০ অক্টোবর পর্যন্ত রাত ১১টা থেকে ৫টা পর্যন্ত রাতের বিধিনিষেধ জারি থাকছে। তবে এখনই চলবে না লোকাল ট্রেন। রাত ১১টা থেকে ৫টা পর্যন্ত বিধিনিষেধ থাকায় অত্যাবশ্যক কোনও কাজ ছাড়া বাড়ির বাইরে বার হওয়া চলবে না। স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত, পুলিশ-প্রশাসন, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে ছাড় রয়েছে।
রাজ্য সরকারের তরফে বৃহস্পতিবার নির্দেশিকা জারি করে বলা হয়েছে, উৎসবের মরশুমের কথা মাথায় রেখে আগামী ১০ থেকে ২০ অক্টোবর রাতে ঘোরাঘুরি ও যান চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করা হল। পূজার নির্ঘণ্ট অনুযায়ী, আগামী ১২ থেকে ১৫ অক্টোবর এই চারদিন দুর্গাপুজো। এরপর ২০ অক্টোবর লক্ষ্মীপুজো রয়েছে। ফলে সরকারি নির্দেশিকা অনুযায়ী, ঘোষিত ১০ দিনের মধ্যে পুজোর দিনগুলি পড়ে যাওয়ায় সেদিন রাতে ঘোরাঘুরি বা যান চলাচলের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ থাকছে না। তবে অক্টোবর মাসের বাকি দিনগুলিতে অবশ্য রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাতে চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ জারি রয়েছে। তবে রাজ্য সরকারের তরফে সতর্ক করে দেওয়া হয়েছে, সকলকে মাস্ক ও সামাজিক দুরত্ব বিধি মেনে চলতে হবে। সেক্ষেত্রে কোনও শিথিলতা বরদাস্ত করা হবে না।
মনে করা হচ্ছিল সেপ্টেম্বরের পর থেকে লোকাল ট্রেন চালানোর ক্ষেত্রে সবুজ সংকেত দেবে রাজ্য। তবে এদিনের বিজ্ঞপ্তিতে তেমন কোনও নির্দেশিকা দেওয়া হয়নি। ফলে কবে থেকে লোকাল চলবে তা এখনই বলা যাচ্ছে না। তবে এখন চলছে স্টাফ স্পেশাল ট্রেন। তবে কোনওভাবেই যাতে রাতের বিধিনিষেধ ভঙ্গ না হয় সেদিকে সতর্ক নজর রয়েছে প্রশাসনের। অত্যাবশ্যক কোনও কাজ ছাড়া বাড়ির বাইরে বার হওয়া যাবে না রাত ১১টার পরে। এই আইন যাতে কোনওভাবেই ভঙ্গ না হয় সেদিকে চালানো হচ্ছে বিশেষ নজর।
অন্যদিকে ট্রেনের মতোই স্কুল-কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলছে তা প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।
Be the first to comment