দুর্গাপুজোকে স্বীকৃতি ইউনেসকো’র, উচ্ছ্বসিত মোদী-মমতা

Spread the love

দুর্গাপুজো এবং তাকে কেন্দ্র করে বাঙালির আবেগ পেল আন্তর্জাতিক স্বীকৃতি ৷ নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যের দুর্গাপুজোকে স্থান দিল ইউনেসকো ৷ বুধবার রাষ্ট্রসংঘের সংস্থাটির তরফে এই ঘোষণা করা হয়েছে ৷ আর এদিন এই খবর জানার পরই টুইট করে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন নিজেদের টুইটার হ্যান্ডেলে এই খবরটি প্রকাশ করে ইউনেসকো’র ভারতীয় শাখার তরফে লেখা হয় “দুর্গাপুজোকে ইউনেসকো’র মানবজীবনের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান দেওয়া হয়েছে ৷” বাংলা ও বাঙালির অন্যতম পরিচয় বলা হয় শারদীয়া উৎসব বা দুর্গাপুজোকে ৷ এবার তাকেই স্বীকৃতি দিল ইউনেসকো ৷

প্যারিসে অনুষ্ঠিত ইউনেসকোর ১৬তম ইন্টার গভর্নমেন্টাল সভায় এদিন এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷ এর আগে ২০১৩ সালে মণিপুরের সংকীর্তন সঙ্গীত প্রথা, ২০১৪ সালে পঞ্জাবের তামার হস্তশিল্প, ২০১৬ সালে ভারতীয় যোগ ও ২০১৭ সালে কুম্ভমেলা ইউনেসকোর এই তালিকায় ঠাঁই পেয়েছে ৷ ইউনেসকোর তালিকায় রয়েছে পুরুলিয়ার ছৌ-নাচও ৷ রাজ্যের তরফে ইউনেসকো’র কাছে আবেদন জানানো হয়েছিল দুর্গাপুজোকে এই স্বীকৃতি দেওয়ার ৷ এবার তাতেই সম্মলি দিল সংস্থাটি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*