দুর্গাপুর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল অক্সিজেন এক্সপ্রেস

Spread the love

দুর্গাপুর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হল অক্সিজেন এক্সপ্রেস। দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে ২০ মেট্রিক টনের ছ’টি কন্টেনার সড়ক পথে দুর্গাপুরের সগড়ভাঙা জোনাল সেন্টারের রেল মন্ত্রকের কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়ার ইয়ার্ডে এসে পৌঁছয় । এখান থেকে শনিবার রেলপথে দিল্লি যাবে এই ‘অক্সিজেন এক্সপ্রেস’।

কয়েকদিন আগে দুর্গাপুরের একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টিল অথরিটি অব ইন্ডিয়া বা সেইল-এর বিরুদ্ধে তোপ দেগেছিলেন । মুখ্যমন্ত্রী দুর্গাপুর থেকে বলেছিলেন, কেন্দ্রীয় সংস্থা সেইল রাজ্যের মানুষকে অক্সিজেন না দিয়ে ভিন রাজ্যে অক্সিজেন পাচার করছে । ঠিক তার কয়েক দিনে পরই দুর্গাপুর থেকে রওনা দিল অক্সিজেন এক্সপ্রেস।

গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ১ হাজার ৯৯৩ জন। এই প্রথমবার একদিনে সংক্রমণ ৪ লক্ষ ছাড়াল ৷ এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯১ হাজার ৬৪ হাজার ৯৬৯ । মোট মৃত্যু হয়েছে ২ লাখ ১১ হাজার ৮৫৩ জনের । দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩২ লাখ ৬৮ হাজার ২২৮ ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*