জরুরী ভিত্তিতে ডিভিসি (দামোদর ভ্যালি কর্পোরেশন) ব্যারেজ গেট মেরামতি নিয়ে দ্রুত উদ্যোগ নিল রাজ্য সরকার। ইতিমধ্যেই বিভিন্ন উদ্যোগ নিয়েছে ইতিমধ্যেই জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ১.২৫ লক্ষ জলের পাউচ পশ্চিম বর্ধমান জেলায় বিতরণ করা হয়েছে। এছাড়া আরো ৫০,০০০ পাউচ জল রাখা হয়েছে জরুরী ব্যবস্থা হিসাবে। মোবাইল ট্রিটমেন্ট ইউনিট (MTU) পশ্চিম বর্ধমান জেলায় রাখা হয়েছে, যারা প্রয়োজনে ঘন্টায় কুড়ি হাজার পাউচ জলের জরুরী ব্যবস্থা করতে পারে। বাঁকুড়ার জন্য ৩৬টি ট্যাঙ্কার, তিনটি ক্ষতিগ্রস্ত ব্লকে এবং অন্যান্য মিউনিসিপালিটিতে জন্য রাখা হয়েছে। এছাড়া তিনটি মোবাইল ট্রিটমেন্ট ইউনিট (MTU) যারা প্রতি ঘন্টায় ১৫,০০০ জলের পাউচ যারা উৎপন্ন করতে পারে, এরকম ব্যবস্থাও রাখা হয়েছে।
এখনো পর্যন্ত ৪০,০০০ পাউচ জল ওখানে পাওয়া গেছে। এছাড়া আরও বেশি পরিমাণে জল প্রয়োজনে দেয়া হবে। রাজ্য সরকার প্রতিনিয়ত এই ঘটনার পর্যালোচনা পর্যবেক্ষণ করছে। জেলা স্তরেও পানীয় জলের যাতে কোনো অভাব না হয় তার বন্দোবস্ত করা হচ্ছে। স্থানীয়ভাবেও জলসঙ্কট মেটাবার জন্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
The state government is taking all measures to restore the damage to the DVC barrage gate at the earliest. In the meantime the PHE department has already made following alternate water arrangements:
- Around 1.25 lac water pouches have been delivered for Paschim Bardhaman district. Additional 50,000 pouches are available. Four Mobile Treatment units (MTUs) have been placed in Paschim Bardhaman district with a capacity to produce 20000 pouches per hour to tackle any requirement.
- For Bankura, 36 tankers have been provided for the 3 affected blocks and one municipality. Three MTUs with a combined capacity to produce 15000 pouches per hour have been placed in Bankura and as of now 40000 pouches made available. More pouches can be produced locally as required.
- Situation is being monitored continuously at the state as well as the district level and as of now there is no shortage of drinking water.
- Additionally, there are the local arrangements made by civic and Panchayat bodies.
Be the first to comment