গত কয়েকদিন ধরে প্রবল বর্ষায় বেহাল অবস্থা হয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৷ তার মধ্যেই ডিভিসির জল ছাড়ায় নতুন করে চিন্তার ভাঁজ ৷ ৫ হাজার কিউসেক জল ছাড়ল ডিভিসি ৷ তবে, এতে প্লাবন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই বলেই দাবি করল ডিভিসি কর্তৃপক্ষ ৷
মাইথন জলাধার থেকে ২ হাজার কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ৩ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি ৷ ডিভিসি-র তরফ থেকে জানানো হয়েছে, অতিবৃষ্টির কারনে মাইথন ও পাঞ্চেত জলাধারে জলস্তর বেশ কিছুটা বেড়ে যাওয়ার কারনে এই জল ছাড়া হয়েছে। তবে এই ছাড়ার ফলে কোনো প্লাবনের আশঙ্কা নেই ৷
Be the first to comment