ডিওয়াইএফআইয়ের উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার! চলল লাঠি, কাঁদানে গ্যাস

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ডিওয়াইএফআই এর উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার শিলিগুড়ির তিনবাত্তি এলাকা। একাধিক দাবিতে এদিন মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে অভিযান চালায় শয়ে শয়ে ডিওয়াইএফ আই কর্মী সমর্থকরা। এই অভিযানকে রুখতে এদিন রাস্তার ওপর ৬ জায়গায় ব্যারিকেড বসায় পুলিশ। ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। আনা হয় জলকামান। পুলিশের পক্ষ থেকে অভিযানকে অবৈধ ঘোষণা করে মাইকিং করা হয়।
এদিকে ডিওয়াইএফআই কর্মীদের মিছিল উত্তরকন্যার অভিমূখে যাত্রা শুরু করলে তিনবাত্তি মোড় এলাকায় ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়। মিছিল আটকে দেওয়ার পরই রাস্তার ওপর বসে পড়েন আন্দোলনকারীরা। থমকে যায় সেই রাস্তার ওপরে যানচলাচল। পুলিশের তরফে মাইকিং করার পরও আন্দোলনকারীরা রাস্তার ওপর থেকে সরে না যাওয়ায় জলকামান চালিয়ে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই সময় পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীরা পাথর ছোঁড়ে বলেও অভিযোগ। পালটা পুলিশের তরফে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করা হয়। নিমেষেই গোটা এলাকা রণক্ষেত্রের আকার নেয়। আন্দোলকারীদের ছত্রভঙ্গ করতে ছোঁড়া হয় বেশ কয়েক রাউন্ড কাদানে গ্যাস। এরপরেই কিছুটা পিছু হঠে আন্দোলকারীরা। এখনও রাস্তা থেকে সরেনি ডিওয়াইএফআই কর্মীরা। এলাকায় এখনও ব্যাপক উত্তেজনা রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*