বিশেষ প্রতিনিধি,
বিকেল ৩.৩৭ নাগাদ রাজধানী দিল্লি থেকে ৪৫ কিলোমিটার দূরে মৃদুভূমিকম্প অনুভূত হয়। রিকটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.০ ম্যাগ্নিটিউড। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল হলো হরিয়ানার সোনিপাত। ভূমিকম্প অনুভব করার পর দিল্লি, গুরগাওঁ আর গাজিয়াবাদের বহু মানুষ ছবি আর টুইট করে এই ঘটনা শেয়ার করে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক তৈরি হয়৷ছুটির দুপুরে হঠাত কম্পনে রাস্তায় নেমে আসেন বহু মানুষ। এখনও অবধি কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
চলতি বছরেই আরও একবার কেঁপে উঠেছিল দিল্লি। যদিও উৎসস্থল ভারতে ছিল না। আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা সংলগ্ন এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়েছিল৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১৷ এর জেরে উত্তর পশ্চিম ভারত, জম্মু কাশ্মীর, আফগানিস্তানের কিছু অংশ উজবেকিস্তানের একাংশ কেঁপে ওঠে৷
Be the first to comment