বুধবার রাত ৮টা ৪৯ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় দিল্লী সহ গোটা উত্তর ভারতে। প্রায় ১০-১৫ সেকেন্ড কম্পন স্থায়ী ছিল। রিখতার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৫। যার এপিসেন্টার হলো উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে। মাটি থেকে প্রায় ৩০ কিলোমিটার নীচে উৎসারিত হয়েছে এই ভূমিকম্প। উত্তরাখণ্ডের চাম্পাওয়াত, দেরাদূন, পিথোরাগড়, বাগেশ্বর এবং চামোলি জেলায় কম্পন অনুভূত হয়েছে। এছাড়া, পঞ্জাব, হিমাচল প্রদেশ, রাজধানী দিল্লি সহ, গুরগাঁও, নয়ডাতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
Be the first to comment