ভূমিকম্পে কেঁপে উঠলো জম্মু ও কাশ্মীর ও হিমাচল প্রদেশের সীমান্তবর্তী এলাকার একাংশ। সোমবার বেলা ১২ টা ১০ মিনিটে চাম্বা এলাকায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.০। কেন্দ্রীয় আবহাওয়া দফতর (IMD) এই কথা জানিয়েছে ৷ তবে ভূমিকম্পের উৎসস্থল এখনও জানা যায়নি।
এদিন মাত্র কয়েক সেকেন্ডের এই ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ। কিস্তওয়ার, গন্ডোহ, ভাল্লেসা, দোদা ও চেনাব উপত্যকার থাথরি এলাকার বহু গ্রামে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। আতঙ্কের জেরে সকলে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসতে শুরু করে। যদিও ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে রবিবারও ভূমিকম্প হয়েছিল হিমাচলপ্রদেশে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪।
Be the first to comment