২৪ ঘণ্টায় পরপর দু’বার ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। হিমাচল প্রদেশের চাম্বাতেই পরপর দু’টি কম্পন অনুভূত হল। জানা গিয়েছে, রবিবার গভীর রাতের পর সোমবার সকালেও ভূমিকম্প হয়েছে ওই এলাকায়। রবিবার রাতে রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৪.৫। সোমবার কম্পনের মাত্রা একটু কম। এদিন ৩.৬ মাত্রা ভূমিকম্প হয়েছে।
গত শুক্রবার থেকে এই নিয়ে পরপর ভূমিকম্প হল ওই এলাকায়। যদিও কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর আসেনি এখনও পর্যন্ত।
এর আগে গত শুক্রবার পরপর পাঁচবার কম্পন হয় এই চাম্বায়। যদিও কম্পনের মাত্রা খুব বেশি ছিক না। রিখটার স্কেলে সেদিন কম্পনের মাত্রা ছিল ৩ থেকে ৪.৩ এর মধ্যে। যদিও পরপর এভাবে কম্পনে এলাকার মানুষ রীতিমত আতঙ্কিত।
এদিকে, করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ব। তার মধ্যেই গত বৃহস্পতিবার ৬.০ রিখটার স্কেলের মাত্রায় কেঁপে ওঠে ফিলিপাইন্স। তথ্য জানাচ্ছে, বৃহস্পতিবার স্থানীয় সময় অনুযায়ী রাত ১১ টা ৩৮ মিনিটে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন্সের সারানগনি এলাকা।
সারানগনি, মাসিম থেকে ৪৬ কিমি দূরে ভূপৃষ্ঠ থেকে ৪৯ কিমি গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল বলে জানিয়েছে, ফিলিপাইন্স ইন্সটিটিউট অফ ভলক্যানালোজি।
জানানো হয়েছে, ঠিক যেখানে এই ভূকম্পন অনুভূত হয়েছে তার থেকে মাত্র ৪৩ কিমি দূরেই রয়েছে বালুট নামে একটি আগ্নেয়গিরি।
Be the first to comment