ভুমিকম্পে কেঁপে উঠল রাজধানী শহর দিল্লি। উত্তর-পশ্চিম দিল্লির পীতামপুরা এলাকায় কম্পন অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজিকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, “রিখটার স্কেলে ২.২ তীব্রতার মৃদু কম্পন বোঝা গিয়েছে”।
সপ্তাহখানেক আগে, ৩.৪ তীব্রতার একটি ভূমিকম্পে কেঁপে উঠেছিল উত্তরপূর্ব দিল্লির সোনিয়া বিহার অঞ্চল। কোনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার গভীরে কম্পন অনুভূত হয়। লকডাউনে এই নিয়ে চারবার ভুমিকম্প অনুভূত হল রাজধানী শহর দিল্লিতে।
এর আগে, মে মাসের ১০ তারিখে উত্তর-পূর্ব দিল্লির ওয়াজিরাবাদে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৫। এপ্রিল মাসের ১২ ও ১৩ তারিখ পরপর ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি।
এপ্রিলের ১৩ তারিখের ভূমিকম্প বোঝা গিয়েছে। সোমবার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৭। সোমবার ঠিক দুপুর ১টা ২৬ মিনিটে এই কম্পন অনুভূত হয়। উৎসস্থলের গভীরতা ছিল ৫ কিলোমিটার।
তার আগের দিন অর্থাৎ এপ্রিলের ১২ তারিখে কম্পন বোঝা গিয়েছে রাজধানী দিল্লি সহ বিস্তির্ণ অঞ্চলে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৫। প্রায় পাঁচ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়েছে। পূর্ব দিল্লি ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল।
Be the first to comment