সপ্তাহ না ঘুরতেই ফের ভূমিকম্প ভারতে

Spread the love

লকডাউনের মধ্যে অন্তত সাত বার কেঁপে উঠেছে দিল্লি। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, অদূর ভবিষ্যতে নাকি বেশ বড় আকারের ভূমিকম্প হতে পারে রাজধানী শহরে।

সোমবার সকালে ভূ কম্পন অনুভূত হয়। ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিসমোলজি এই কম্পনের রিপোর্ট দিয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ২.১। এপ্রিলের ১২ তারিখের পর থেকে ৭ বার ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী শহর দিল্লি। গত বুধবার রাতে আবার একবার কেঁপে উঠল দেশের রাজধানী। এদিনের কম্পন প্রথমে নয়ডায় বোঝা গেলেও গোটা দিল্লিবাসী বুঝতে পেরেছেন ভূমিকম্প।

সম্প্রতি, আইআইটি ধানবাদের সিসমোলজি বিভাগের জিওফিজিক্সের অধ্যাপক পিকে খান বলেন, ‘একের পর এক ছোট মাত্রার কম্পন থেকেই বড় ভূমিকম্পের ইঙহগিত পাওয়া যাচ্ছে। এই বিষয়ে কেন্দ্রের এবং দিল্লির সরকারের আগাম সতর্ক হওয়া উচিত বলেও বার্তা দিয়েছেন তিনি।

গত ২ বছরে ওই এলাকায় ৪ থেকে ৪.৯ মাত্রের ভূমিকম্প হয়েছে অন্তত ৬৪ বার। বিশেষত দিল্লি ও কাংরা অঞ্চলে এই কম্পন অনুভূত হয়েছে বারবার। কাংরাএ কাছে ধরমশালা ও চাম্বায় ৬.৩ ও ৭.৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল বহু বছর আগে, ১৯৪৫ ও ১৯০৫ সালে।

দিল্লির মত জনবহুল জায়গায় এই ধরনের ভূমিকম্প মারাত্ম আকার ধারণ করতে পারে বলে জানিয়েছেন ওই অধ্যাপক। তিনি বলেন, ভূমিকম্প রুখতে যেসব নিয়ম মানতে হয়, তা না মেনেই একের পর এক ইমারত গড়ে তোলা হচ্ছে, আর তার ফলেই বাড়ছে ভয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*