বার বার কেঁপে উঠছে রাজধানী। বৃহস্পতিবার, ফের কম্পন অনুভূত হল রোহতক-সহ হরিয়ানার বিশাল এলাকা। এদিন ভোর ৪টে ১৮ মিনিটে অতি কম মাত্রার কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.১।
জানা গিয়েছে, ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল রোহতাক থেকে ১৫ কিমি পূর্ব-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ কিমি গভীর ছিল কম্পনের কেন্দ্রস্থল। তবে কম মাত্রার কম্পনের জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই এখনও পর্যন্ত খবর পাওয়া গিয়েছে। তবে পর পর কম্পনের জেরে হরিয়ানা, দিল্লিতে প্রবল আতঙ্ক তৈরি হয়েছে।
গত দু-তিম মাস ধরে হরিয়ানা, দিল্লি সহ উত্তর ভারতে ক্রমাগত মাঝারি ও কম মাত্রার কম্পন অনুভূত হচ্ছে। এদিন সকালে কম মাত্রার কম্পন অনুভূত হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও। গতকাল, বুধবার কেঁপে উঠে মহারাষ্ট্রের মুম্বই শহরও। রিখটার স্কেলে মাত্রা ছিল ২.৫। তার দুদিন আগে জম্মু ও কাস্মীরের জোরালো ভূমিকম্প হয়। ২৪ ঘন্টায় তিনবার কেঁপে ওঠে ভূস্বর্গ। তাজাকিস্তানে জোরালো কম্পনের জের আছড়ে পড়ে জম্মু ও কাশ্মীর উপত্যকায়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.৮।
Be the first to comment