জম্মু কাশ্মীরে ভূমিকম্প। সোমবার ভর সন্ধেয় জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ অংশে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১। এখনও পর্যন্ত ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির খবর মেলেনি। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কাটরার উত্তর-পূর্ব দিকে। সোমবার সন্ধেয় হঠাৎই জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১।
এদিন সন্ধে ৭.৩২ নাগাদ কম্পন অনুভূত হয় ভূস্বর্গে। তবে কম্পনের তীব্রতা কম থাকায় বজ়সড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এদিন ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি (এনসিএস) এদিন জম্মু কাশ্মীরের এই ভূমিকম্পের কেন্দ্রস্থল চিহ্নিত করেছে।
Be the first to comment