ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরীয় দুই প্রদেশ টোঙ্গা এবং ফিজি। রিখটার স্কেলে ভূমিকমের মাত্রা ৮.২। অতিরিক্ত ভারী মাত্রার এই ভূমিকম্পে আপাতত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
আবহাওয়া দফতরের আধিকারিকরা জানিয়েছেন, সমুদ্রের অনেক গভীরে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল হওয়ায় খুব বেশি প্রভাব পড়েনি। এমনকী এই একই কারণে এটাকে সুনামিও বলা যাচ্ছে না। তবে সমুদ্রের অনেক গভীরে ভূকম্পের উৎস হওয়ায় কার্যত প্রকৃতির রোষ কিংবা সুনামির হাত থেকে এ যাত্রায় বেঁচে গিয়েছে টোঙ্গা এবং ফিজি। নয়তো সামনে ছিল সমহূ বিপদ। এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা।
প্রশান্ত মহাসাগরের প্রায় ৫৬০ কিলোমিটার গভীরে অনুভূত হয়েছে এই ভূমিকম্প। প্রাথমিক ভাবে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৮। কিন্তু তারপর ধীরে ধীরে বাড়তে থাকে মাত্রা। শেষ পর্যন্ত রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা দাঁড়ায় ৮.২। ইউনাইটেড স্টেট প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে বেশ কিছু ছোট ঢেউ দেখা গেলেও বড় মাপের কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।
Be the first to comment