শুক্রবার সন্ধ্যায় জাভা দ্বীপের কাছে দক্ষিণ ইন্দোনেশিয়ার একটি শক্তিশালী ৬.৫ ভূমিকম্প আঘাত হেনেছে।
কম্পনটি ৯১ কিলোমিটার (৫৬ মাইল) গভীরতায় অনুভূত হয় এবং উপকূলীয় শহর সিপাতুজা এর পূর্ব-দক্ষিণপূর্ব অঞ্চলে একটি কিলোমিটার (মাইল) কমে ভূমিকম্পটি আঘাত হানে বলে মার্কিন জিওলজিক্যাল সারভে জানিয়েছে। সুনামির কোন তাৎক্ষণিক সতর্কবার্তা নেই।
Be the first to comment