সোমবার ইন্দোনেশিয়ার মলুকা সাগর তলদেশে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প হানা দিয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ৫.৯। আমেরিক্যান জিওলজিক্যাল সার্ভে একথা জানায়। তবে এ প্রাকৃতিক দুর্যোগে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি। এছাড়াও জানা যায়, কোতা তার্নাতের প্রায় ৮৫ কিলোমিটার উত্তরপশ্চিমে সাগর তলদেশের ৩৬.৫ কিলোমিটার গভীরে স্থানীয় সময় ভোর সাড়ে চারটার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়, এতে সুনামির কোন ভয় নেই এবং তাৎক্ষণিকভাবে ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০০৪ সালে সমুদ্র তলদেশে শক্তিশালী এক ভূমিকম্পের আঘাতে সৃষ্ট সুনামিতে আচে অঞ্চলে এক লাখ ৭০ হাজারের বেশি লোকের মৃত্যু হয়।
Be the first to comment