৬.৫ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে তাইওয়ানের হুয়ালিয়েন শহরে। যার জেরে ধসে পড়েছে একটি আবাসিক হোটেল। নিহত হয়েছেন চারজন। আহত হয়েছেন ২২৫। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ১৪৫। সূত্রের খবর অনুসারে জানা যায়, তাইওয়ানের পূর্ব উপকূল থেকে ২১ কিলোমিটার দক্ষিণে স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে ভূমিকম্পটি হয়। এতে রাস্তাঘাট ও কিছু বিল্ডিং-এর ব্যাপক ক্ষতি হয়েছে। একটি আবাসিক হোটেলসহ ধসে পড়েছে আরও চারটি বিল্ডিং। ধসে পড়া বিল্ডিং-গুলোর মধ্যে দুটি আবাসিক হোটেল ও একটি সামরিক হাসপাতাল রয়েছে। বিল্ডিং-এ আটকে পড়েছে অনেক মানুষ। তাঁদের উদ্ধার করতে কাজ শুরু করেছেন উদ্ধারকর্মীরা। এই শহরে প্রায় এক লাখ মানুষ বাস করে।
তাইওয়ানের হুয়ালিয়েন দ্বীপটি টেকটনিক প্লেটগুলোর একটি জংশনের কাছাকাছি অবস্থিত। এ জন্য সেখানে নিয়মিত ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পের ফলে প্রায় ৪০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। সেখানকার রাস্তাঘাট, ব্রিজ ও বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। আজ বুধবার অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তাইওয়ান সরকার উদ্ধার কাজের জন্য সেনা মোতায়েন করেছে। এ ছাড়া দেশটির সংসদ সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তাৎক্ষণিক উদ্ধার কাজ ও ত্রাণের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্টের মুখপাত্র সাই ইং-উয়েন।
Be the first to comment