বর্ষশেষে ফের আতঙ্ক। আবার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরের মাটি। এবার ঘণ্টা তিনেকের ব্যবধানে কেঁপে উঠল হিমালয় অধ্যুষিত উত্তরের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল, জম্মু-কাশ্মীর এবং লেহ ও লাদাখ। মাঝারি মানের ভূমিকম্প হয়েছে কাশ্মীর ও লাদাখে। যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। তবে আতঙ্ক ছড়িয়েছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) সূত্রে খবর, এদিন ভোর ৪টে ৩৩ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে লেহ ও লাদাখ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৫ এবং ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূ-পৃষ্ঠের ৫ কিলোমিটার গভীরে।
লেহ ও লাদাখের আগে সোমবার গভীর রাতে কেঁপে উঠেছিল জম্মু ও কাশ্মীর। সোমবার রাত ১টা ১০মিনিট নাগাদ কাশ্মীরের কিস্তোয়ার জেলায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ওই কম্পনের তীব্রতা ছিল ৩.৭ এবং উৎসস্থল ছিল ভূ-পৃষ্ঠের ৫ কিলোমিটার গভীরে। পরপর দুই কেন্দ্রশাসিত অঞ্চলে ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই। তবে আতঙ্ক ছড়িয়েছে।
Be the first to comment