সোমবার রাতে আচমকাই কেঁপে উঠল উত্তরবঙ্গ। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের একাধিক অংশে ভূমিকম্প অনুভূত হল। আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন মানুষজন। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.১। কম্পনের মৃদু প্রভাব পড়েছে কলকাতাতেও। মূলত সল্টলেক চত্বরেই কম্পন অনুভূত হয়েছে।
জানা গিয়েছে, এদিনের ভূমিকম্পের উৎসস্থল সিকিমের গ্যাংটক। মাত্র কয়েক সেকন্ডের জন্য কম্পন স্থায়ী হলেও এর প্রভাব পড়েছে সিকিম জুড়ে। প্রচুর মানুষ আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন। এদিকে, জলপাইগুড়ি জেলা জুড়ে ভুমিকম্প অনুভূত হয়। সন্ধ্যা ৮টা ৪৯ মিনিট ৫৯ সেকেন্ডে এই কম্পন হয়েছে বলে খবর।
যদিও এর জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত মেলেনি। জলপাইগুড়ি ছাড়াও কম্পন অনুভূত হয়েছে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, ময়নাগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। ভূমিকম্প হয়েছে মুর্শিদাবাদেও।
পাশাপাশি এদিন সল্টলেকের একাধিক আকাশছোঁয়া বিল্ডিংগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সোমবার রাতে। একাধিক তথ্যপ্রযুক্তি দফতর থেকে রাস্তায় বেরিয়ে আসতে দেখা যায় কর্মরতদের। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তবে উত্তরবঙ্গের তুলনায় কলকাতায় কম্পনের প্রভাব কম ছিল বলেই জানা গিয়েছে।
Be the first to comment