সপ্তম ISL-এ ইস্টবেঙ্গলও, লাল-হলুদকে স্বাগত জানালেন নীতা আম্বানি

Spread the love

রবিবার সকালে ISL-এর ১১ তম দল হিসেবে ইস্টবেঙ্গলের নাম ঘোষণা করলেন FSDL-এর চেয়ারপার্সন নীতা আম্বানি। দেশের এই শীর্ষ লিগের সপ্তম সংস্করণে ইস্টবেঙ্গলকে স্বাগত জানিয়েছেন তিনি।

তিনি বলেন, আমরা ইস্টবেঙ্গল FC এবং তাদের লাখ লাখ সমর্থককে ISL-এ স্বাগত জানাচ্ছি। এটা খুবই গর্বের ও খুশির মুহূর্ত। এই লিগে দুটি ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগানের (এখন ATK- মোহনবাগান) অন্তর্ভুক্তি ভারতীয় ফুটবল বিশেষ করে বিভিন্ন রাজ্যের ফুটবল প্রতিভার সীমাহীন সম্ভাবনা উন্মুক্ত হবে।

FSDL -এর চেয়ারম্যান আরও বলেন, ভারতীয় ফুটবলের উন্নতিতে পশ্চিমবঙ্গের অবদান রয়েছে। বিভিন্ন রাজ্য এবং দেশজুড়ে ISL-এর ক্রমবর্ধমান জনপ্রিয়তা, দেশে প্রতিযোগিতামূলক এবং শক্তিশালী ফুটবলের পরিবেশ গড়ে তোলার জন্য আমাদের লক্ষ্যের দিকে আরও একটি পদক্ষেপ।

ISL -এর একাদশতম দল হিসেবে ইস্টবেঙ্গলের নাম FSDL যে কোনও সময় ঘোষণা করতে পারে বলে খবর ছিল। আইনি প্রক্রিয়ার খুঁটিনাটি দেখা হচ্ছিল। তার আগে নীতা আম্বানি ইস্টবেঙ্গলকে ISL-এর মঞ্চে স্বাগত জানিয়ে ধোঁয়াশা দূর করে দিলেন।

আজ বিকেল সাড়ে তিনটেয় ইস্টবেঙ্গলের বার্ষিক সাধারণ সভা। ইতিমধ্যে গোয়ায় পৌঁছে গেছে এটিকে মোহনবাগান। অন্য দলগুলিও পা রাখতে শুরু করেছে। এরই মাঝে ইস্টবেঙ্গলের অন্তর্ভূক্তির কথা ঘোষণা করলেন নীতা আম্বানি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*