মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প শুরু হয় ৷ অথচ চলতি বছের ওই প্রকল্পের একাংশ উদ্বোধন করে কৃতিত্ব নিজেদের পকেটে ঢোকাতে মরিয়া চেষ্টা চালিয়েছে বিজেপি ৷ এমনই অভিযোগ তুলেছে তৃণমূল। পাল্টা কৃতিত্ব নিজেদের কাঁধে তুলে নেওয়ারও মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল এবং জাতীয় কংগ্রেস।
বিধাননগরের ময়ূখ ভবন, বিকাশ ভবন সহ বিভিন্ন অঞ্চলে তৃণমূল ও কংগ্রেসের তরফে পড়েছে ব্যানার। সেই সব ব্যানারের মধ্যে সবথেকে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে বিকাশ ভবন মেট্রো স্টেশনের সামনের ব্যানারগুলি। আর সেই ব্যানারে এই প্রকল্পের চালুর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছে বিধাননগর নাগরিকবৃন্দ ও বিধাননগর ক্লাব সমন্বয় কমিটি ৷ কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই পোস্টারগুলির পেছনে রয়েছে তৃণমূল।
পাশাপাশি বিধাননগর শহর কংগ্রেস কমিটি একাধিক জায়গায় এবং সোশাল মিডিয়ায় এই প্রকল্পের জন্য কৃতিত্ব দাবি জানিয়েছে। কংগ্রেসের দাবি, ২০০৯ সালে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ শুরুর জন্য জমি বরাদ্দ করেছিল বামফ্রন্ট সরকার ৷ অর্থ বরাদ্দ করেছিল তৎকালীন UPA সরকার। সবমিলিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প চালু হওয়ার প্রকল্পে কৃতিত্ব নিজেদের পকেটে ঢোকাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে জাতীয় কংগ্রেস।
তবে এটা পরিষ্কার যে কোন রাজনৈতিক দল ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কৃতিত্ব হাত ছাড়া করতে চায় না ৷ বিধাননগরের পৌরনিগমের চেয়ারপার্সন অমিতা মণ্ডল বলেন, কে বা কারা পোস্টার দিয়েছে জানি না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই প্রকল্পের জন্য চেষ্টা চালিয়েছেন তার জন্য অবশ্যই ওঁর ধন্যবাদ প্রাপ্য। এই প্রকল্পের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে অবহেলা করা হয়েছে তা খুব খারাপ। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অবহেলা করেছে, এই ব্যানারের মাধ্যমে বিধাননগরবাসী তাদের যোগ্য জবাব দিয়েছে ৷
Be the first to comment