১৫০৫০ ডাউন পাটনা-জয়নগর ইন্টারসিটি এক্সপ্রেসে বৃহস্পতিবার উঠেছিলেন তিনি। স্বামী জেনারেল কামরাতে উঠলেও সন্তানসম্ভবা অবস্থায় মহিলা কামরাতেই উঠেছিলেন বছর ২৪ এর রিমা দেবী। কিন্তু হঠাৎই ট্রেনটি মধুপুর স্টেশন ছেড়ে আসানসোলে ঢোকার সময় মহিলাটির অসম্ভব প্রসব যন্ত্রণা শুরু হয়। সহযাত্রীরা কী করা উচিত-অনুচিত না বুঝে খবর দেয় রিমা দেবীর স্বামীকে। আসানসোল স্টেশনে ট্রেন থামলে মহিলা কামরার দিকে ছুটে আসেন তিনি। দিক-বিদিক জ্ঞানশূন্য হয়ে সাহায্যের অনুরোধ জানান, কর্তব্যরত টিকিট পরীক্ষককে। আর রিমা দেবীর সমস্যার কথা জানতে পেরে টিটিই খবর পাঠান আসানসোল স্টেশন কন্ট্রোলে। যাত্রীমহলে তখন সে এক হুলুস্থুল বেধে যায়। প্রসূতি মহিলাকে যথাসাধ্য সাহায্য ক্রার চেষ্টায় এগিয়ে আসেন অনেকেই। বেশ কিছুক্ষন দাঁড়িয়ে থাকে ট্রেনটি।
এরপর আসানসোল স্টেশন কন্ট্রোল আসানসোল রেলওয়ে হাসপাতালের মেডিকেল অফিসার অভিজিৎ মোদককে খবর দিলে তৎক্ষণাৎ স্টেশনে হাজির হন তিনি। অত্যন্ত নিপুণতায় রিমা দেবীকে একটি ছোট্ট কন্যা সন্তান উপহার দেন তিনি। নবাগতাকে দেখার জন্য স্টেশনে তখন উৎসাহী মানুষের ভিড়। এরপরই চিকিৎসকের পরামর্শমতো স্টেশনে এসে পৌঁছয় আম্বুলেন্স। তড়িঘড়ি ট্রেনের অ্যাটেনডেন্ট মহিলাকে নিয়ে যান আসানসোল সাব ডিভিশন হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রিমা দেবী। জানা গিয়েছে, মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন এখন। এদিনের ঘটনায় যাত্রী সুরক্ষায় যে আবারও নজির সৃষ্টি করলো পূর্ব রেল কতৃপক্ষ সেকথা অবশ্যই স্বীকার করতে হবে।
Be the first to comment