পঁচিশে বৈশাখে নিবেদন #এবং_রবীন্দ্রনাথ

Spread the love

( ৯-৫-১৮ © পবিত্র চক্রবর্তী )

****************

মাথাকুটে কলম পৃষ্ঠার বুকে আঁচড় কাটে আজকাল । অবশেষে জন্ম নেয় কিছু পিঠ বাঁচানো
কবিতারা । এখন ধর্ম পরে কনডম এবং খাবারের থালি সাজে ভাগাড়ের গন্ধে । জন্মটা যদি হতো এখন তোমার রবীন্দ্রনাথ ?

বড় জোর একদিন । জোর এই একটা দিন বাসি
বিছানা তোমায় চিনবে অথবা স্ট্যাটাসে ঝুলবে তুমি । আর তারপর মালায় ঢাকা স্ট্যাচুর কপালে
জমবে নাগরিক দূষণের অলংকার । উপর থেকে
এ কান্ড দেখে হাসছো কি তুমি রবীন্দ্রনাথ ?

পেয়ালার ধোঁয়ায় কিংবা রাতের রোয়াক জমে
ওঠে নরম শিশু মাংসে । তারও পরে চোখে বাসা
বাঁধে টেম্পোরারি নোনা জল । জোয়ার নামে রাজপথে । মোমের নিভু নিভু আলোয় এসব কিছু
দেখে ভাবছো কি ঠাকুর ?

এমন অনেক ভাবনারা রন্ধ্রে রন্ধ্রে তোলে কলোনী ;
তাইতো তোমায় করি ঘরছাড়া । রাখি না বুকের
মাঝে স্বার্থপরের মতো । এখন হতে তোমার স্থান
এই আঁশটে গন্ধময় সমাজের অলিন্দে । যদি একদিন জ্বলে ওঠে আগুনের পরশমণি । যদি
একদিন সীমার মাঝে অসীমের ওঠে বেজে গান ॥

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*