বিমল গুরুংকে নিয়ে কি ভাবছে নির্বাচন কমিশন? স্বচ্ছ ও নিরপেক্ষ বিধানসভা নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতিমধ্যেই রাজ্যের বেশ কিছু পুরসভার প্রশাসনিক পদ থেকে রাজনৈতিক নেতাদের সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু ২০১৭ সাল থেকে নির্বাচন না-হওয়া জিটিএতে রাজ্য সরকার মনোনীত মোর্চা নেতারা প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান হিসাবে কাজ করে যাচ্ছেন। তা নিয়ে পাহাড়ের রাজনৈতিক নেতারা বার বার ক্ষোভ প্রকাশ করলেও বিষয়টি এতদিন নির্বাচন কমিশনের নজরেই আসেনি। মঙ্গলবার শিলিগুড়িতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠকে বিষয়টি প্রথমে উত্থাপন হয়।
তখনই মুখ্য নির্বাচন কমিশনার এই ব্যাপারে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিফ আফতাবকে এই ব্যাপারে রিপোর্ট পেশের নির্দেশ দেন। রাজনৈতিক নেতাদের সরকারি পদ থেকে সরানোর বিষয়টির তত্ত্বাবধান করছেন নির্বাচন কমিশনের আধিকারিক সুদীপ জৈন। তাঁকেই অনীত থাপার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন। তবে বিমল গুরুংয়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন কোনও ব্যবস্থা নিচ্ছে কি না সেই ব্যাপারে অবশ্য কোনও মন্তব্য করেননি দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা।
Be the first to comment