দেগঙ্গা বিধানসভায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক তৈরির অভিযোগ খারিজ করে দিল নির্বাচন কমিশন ৷ বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করে গ্রামবাসীরা কমিশনকে বিভ্রান্ত করতে চাইছে বলে রিপোর্টে উল্লেখ করা হয় বলে জানা গিয়েছে ৷
প্রসঙ্গত, শনিবার দেগঙ্গা বিধানসভার কুড়লগাছা গ্রামের ২১৫ নম্বর বুথে বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করে আইএসএফ৷ অভিযোগ উঠেছিল, বিনা প্ররোচনায় কেন্দ্রীয় বাহিনী কুড়লগাছা গ্রামের ২১৫ নম্বর বুথের কাছে গ্রামবাসীদের হঠাৎই লাঠি উঁচিয়ে তাড়া করে ৷ একটি মাঠের দিকে গ্রামবাসীদের তাড়া করে নিয়ে যায় বাহিনী ৷
অভিযোগ সেই সময় কয়েকজন মাঠের মধ্যে মুখ থুবড়ে পড়ে গিয়ে চোট পান ৷ এর পর বাহিনী গ্রামবাসীদের ভয় দেখাতে গুলি চালায় বলে অভিযোগ ৷
গ্রামবাসীদের দাবি, তারা গরমের জন্য গাছের নিচে ছাওয়ায় বসে ছিলেন ৷ তখনই বাহিনী এসে তাদের লাঠি উঁচিয়ে তাড়া করে ৷ এই ঘটনায় সেখানে উপস্থিত লোকজন পালানোর সময়ই বাহিনী মাটির দিকে লক্ষ্য করে গুলি চালায় ৷ এই ঘটনায় কমিশনে অভিযোগ দায়ের হতেই, ভিডিও ফুটেজ সহ রিপোর্ট তলব করে কমিশন ৷ সেই রিপোর্ট জমা পড়তেই আইএসএফ-র অভিযোগ খারিজ করে দিল নির্বাচন কমিশন ৷ গ্রামবাসীরা বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করে কমিশনকে বিভ্রান্ত করতে চাইছে বলে জেলা প্রশাসনের তরফে রিপোর্টে উল্লেখ করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর ৷
Be the first to comment