সপ্তম দফায় কোনও রকম হিংসা এড়াতে তৎপর কমিশন কড়া নিরাপত্তাবেষ্টনীতে মুড়ে ফেলছে ভোটগ্রহণ কেন্দ্র গুলি। সপ্তম দফার নির্বাচনে রাজ্যে মোট ৭৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। এর মধ্যে নির্বাচনী বুথ পাহারায় থাকবে ৬৫৩ কোম্পানি।
সূত্রের খবর, সংখ্যার হিসেবে রাজ্যে এই পর্বে ৭৯ হাজার ৬০০ আধাসেনা থাকবেন। এর পাশাপাশি বুথ পাহারায় ৬৫ হাজার ৩০০ জওয়ান। একবার বিধানসভা ধরে দেখে নেওয়াা যাক, কোথায় কত কোম্পানি জওয়ান মোতায়েন করা হয়েছে।
আসানসোল দুর্গাপুর ১৫৪ কোম্পানি আধাসেনা পৌঁছে গিয়েছে। দক্ষিণ দিনাজপুরে থাকছে ১০৮ কোম্পানি আধাসেনা। জঙ্গিপুর পিড-তে থাকবে ১০২ কোম্পানি আধাসেনা। এই দফাতে ভোট দক্ষিণ কলকাতার একটা বড় অংশে। দক্ষিণ কলকাতার বুথগুলির জন্য বরাদ্দ হয়েছে ৬৩ কোম্পানি আধাসেনা। মালদহ থাকবে ১২২ কোম্পানি। মুর্শিদাবাদ থাকবে কোম্পানি সিআরপিএফ, সিআইএসএফ। রায়গঞ্জ পিডিতে থাকবে ২ কোম্পানি জওয়ান।
Be the first to comment