ইকনমিক্স নিয়ে যারা পড়তে চায়

Spread the love

হায়ার সেকেন্ডারিতে যদি কারোর অঙ্ক থাকে এবং সে সায়েন্স, কমার্স, আর্টস যাই পড়ুক না কেন সে ইকনমিক্সে অনার্স নেবার যোগ্য। তবে তাকে হায়ার সেকেন্ডারিতে ৬০ শতাংশ(গণিত ও ইংরাজিতে ৬০শতাংশ) রাখতে হবে। মাঝারি ছেলেমেয়েরা যারা অঙ্কে অত ভাল নয় তারাও ইকনমিক্স নেয়, কিন্তু তাদের নেওয়া ঠিক না। এখনকার ইকনমিক্স বিজ্ঞান বিষয় বলে গণ্য। দিল্লি স্কুল অব ইকনমিক্সের কোর্স তো রীতিমতো গণিত নির্ভর।

তাছাড়া ইকনমিক্সের এখন নানা প্রশাখা বেরিয়েছে। যেগুলি পুরোপুরি ম্যাথামেটিক্যাল। কেউ যদি ভাল ইউনিভার্সিটি থেকে ইকনমিক্সে ফার্স্ট ক্লাস পায় তাহলে আমেরিকার যে কোনো বিশ্ববিদ্যালয়ে তার জন্য স্কলারশিপ বাঁধা। সেখানে গিয়ে পিএইচডি করলে আমেরিকাতেই চাকরি পেয়ে যাবে। শুধু সেখানে কেন সারা পৃথিবীতে ভারতীয় অর্থনীতিবিদরা চাকরি করছে। অনেক ভারতীয় অর্থনীতিবিদ আছেন বিশ্বব্যাংকে, এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকে। আসলে ইকনমিক্স রাজার সাবজেক্ট। একজন বিজ্ঞানীর মতোই একজন ইকনমিস্টের সন্মান। এমনকী তার চেয়েও বেশি। বায়োডাটায় যদি দেখা যায় কেউ প্রেসিডেন্সি বা পুণের ফার্গুসন থেকে ইকনমিক্সে অনার্স করে দিল্লি স্কুল থেকে এম.এস.সি করেছে অথবা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস পেয়েছে তাহলে বিদেশে ব্যাংকে তাকে এক লাখ টাকা দিয়ে মুম্বাই নিয়ে যাবে। নিয়ে গেছে বলেই জানানো হচ্ছে। কেউ যদি ফার্স্ট ক্লাস পাওয়ার এলেম ধরে থাকে তাহলে তাকে পত্রপাঠ প্রেসিডেন্সিতে ইকনমিক্সে অ্যাডমিশন টেস্ট দেবার জন্য তৈরি হতে হবে। তবে প্রেসিডেন্সিতে চান্স না পেলে আশুতোষ, সেন্ট জেভিয়ার্স, স্কটিস কিংবা যাদবপুর থেকেও অনার্স করতে পারে। কিন্তু নম্বরটা যেন ওপরের দিকে থাকে। তবে কলকাতার বাইরে যদি যেতে চায় তাহলে সবার আগে পুণের ফার্গুসন কলেজে চান্স নেওয়া ভালো। আর সরাসরি ইকনমিক্সে না গিয়ে ইকনমিক্স ভিত্তিক কোনো কোর্সে ভর্তি হওয়া যেতে পারে। এসব কোর্সে বৈচিত্র পাওয়া যায়। আর নতুন নতুন এরিয়া বলে নম্বরও উঠবে। চাকরি তো পাওয়া যায়ই। এমন কয়েকটি প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো আনন্দবাজারের সৌজন্যে।

ইকনমিক্স যেখানে যেখানে পড়া যায় : প্রেসিডেন্সি কলেজে পড়ানো হয় ২ বছরের অ্যাপ্লায়েড ইকনমিক্স (এম এসসি) কোর্স। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসে পাঁচ তলায় ইনস্টিটিউট অব ডিপার্টমেন্ট স্টাডিজ বিভাগে ডেভেলপমেন্ট স্টাডিজে স্নাতকোত্তর ও এম ফিল কোর্স। ত্রিবান্দ্রমের সেন্টার ফর ডেভেলপমেন্ট স্টাডিজে অ্যাপ্লায়েড ইকনমিক্স। গুজরাটের আনন্দ-এ ইনস্টিটিউট অব রুরাল ম্যানেজমেন্ট এই বিষয়ে একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। মুম্বইয়ের ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট রিসার্চ এর এম এ. এম ফিল এবং পি এইচ ডি করা যায়। অর্থনীতির ছাত্রদের কাছে এখন এনভায়রনমেন্ট স্টাডিজ ও সাস্টেনেবল ডেভেলপমেন্ট স্টাডিজ এর যথেষ্ট চাহিদা আছে। চেন্নাইয়ের মাদ্রাজ স্কুল অব ইকনমিক্স, মুম্বই, কোলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এনভায়রনমেন্ট অ্যান্ড রিসোর্স একনমিক্স গুরুত্ব দিয়ে পড়ানো হচ্ছে। বিশ্বায়নের সঙ্গে সঙ্গে ট্রেড ও ফাইনান্স-এ ঝোঁক বাড়ছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ফরেন ট্রেড এখন শাখা খুলেছে রাজারহাটে। IIFT বৈদেশিক বাণিজ্য শেখার সর্বোচ্চ প্রতিষ্ঠান।

এছাড়া Transport Economics and Management-এ একটি এক বছরের কোর্স পরিচালনা করে Institute of Rail Transport , এটি গ্র‍্যাজুয়েট ইঞ্জিনিয়রদের জন্য। ১০+২ পাস করা তিন বছর সরকারি চাকরির অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা।

যোগাযোগঃ

Institute of Rail Transport

Recognized by distance Education Council, IGNOU

Room no.17, Rail Bhavan, raisina Road, New Delhi-110001

Phone : 23384171, 23303236, 23303924, 23304147

Fax No. 23384005, Email : irt. www.irt-india.com

ইকনমিক্স স্ট্যাটিসটিক্স ও ম্যাথ-এ যারা ভাল যেসব ছেলেমেয়ে অ্যাকুচারিয়াল সায়েন্স পড়ে বিমা শিল্পে চাকরি পেতে পারে আথবা প্র্যাকটিসও করতে পারে।

I.I.T. মুম্বই অ্যাকচুয়ারিয়াল সায়েন্সে তিন বছরের বিএ ডিগ্রি দেয়। পশ্চিমবঙ্গে কল্যানী বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে পিজি পড়ানো হয়। ইকনমিক্স কমার্স ও স্ট্যাটাস-এর অনার্স গ্র্যাজুয়েটরা দু’বছরের এই কোর্সটি করতে পারে।

সৌজন্যেঃ ড. পার্থ চট্টোপাধ্যায়

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*