চিটফান্ড তদন্তে সম্প্রতি তেড়েফুঁড়ে নামলেও গত কয়েকদিনে সিবিআই-য়ের তরফে ডাক খোঁজ আপাত ভাবে থমকেছে। হতে পারে এজেন্সির উপর মহলে ডামাডোলের কারণেই তা হয়েছে। কিন্তু এর মধ্যেই অন্য এক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বাংলায় রোজভ্যালি তদন্তে নতুন করে তল্লাশি শুরু করে দিল শনিবার।
এ দিন সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে ২৫ জন কেন্দ্রীয় গোয়েন্দা পাঁচটি দলে ভাগ হয়ে ‘অপারেশন রোজভ্যালি’ শুরু করে দেন। একটি দল যায় সেক্টর ফাইভের রোজভ্যালির সদর দফতরে। বাকি চারটি দল ইএম বাইপাস, বারাসত, বাগুইআটি-স মোট পাঁচটি শাখায় তল্লাশি অভিযান শুরু করে। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, সেক্টর ফাইভের সদর কার্যালয়ের দায়িত্বে থাকা কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। গোয়েন্দা সূত্রে খবর গোটা তদন্তে নতুন বেশ কিছু বেনামি সম্পত্তির হদিশ পেয়েছেন তাঁরা।
এর আগে গত অগস্ট মাসে রোজভ্যালির বিভিন্ন গয়নার শোরুমে তদন্তে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। বাগুইআটির অদ্রিজা গোল্ডের শোরুম থেকে বেশ কয়েকটি ট্রাঙ্ক উদ্ধার করেছিলেন গোয়েন্দারা।
Be the first to comment