কালচারাল সেন্টারের উদ্বোধন এবং কেন্দ্রা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো ইডি-সিবিআই এর বিরুদ্ধে প্রতিবাদ সভা। এদিনের জনসভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি কিরীটী মুখার্জি , আইএনটিইউসি সভাপতি রামচরিত পাসোয়ান, পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বাউরি সহ অন্যান্য ব্লক নেতৃত্ব।
মূলত বেশ কয়েকদিন ধরে বঙ্গ রাজনীতি সরগরম ইডি সিবিআইয়ের ভূমিকা নিয়ে। আজ অর্থাৎ বুধবারও আসানসোলের মন্ত্রী মলয় ঘটকের বাড়িতেও তল্লাশি অভিযান চালায় ইডি সিবিআই। বেশ কয়েকটি জায়গায় তৃণমূল কংগ্রেস কর্মীদের প্রতিবাদে রাস্তায় নামতে দেখা যায়। এই প্রতিবাদ সভায় কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
এদিনের সভা থেকে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, কেন্দ্র সরকার ইডি সিবিআই লেলিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের মনোবলকে ভাঙতে পারবে না। বিজেপি সরকার আগামী লোকসভা নির্বাচনে ভারত থেকে ধূলিসাৎ হয়ে যাবে।
এদিন এলাকায় প্রতিবাদ সভার পাশাপাশি একটি কালচারাল সেন্টারের উদ্বোধন করা হলো। সেই কালচারাল সেন্টারে স্থানীয় মানুষজন সামাজিক কাজকর্মসহ সাংস্কৃতিক কাজ সম্পন্ন করতে পারবেন।এছাড়াও বিধায়ক কথা দিয়ে যান কেন্দ্রা গ্রামে আগামী দিনে সুবিশাল একটি কমিউনিটি সেন্টার তৈরি করা হবে।
Be the first to comment