যেন যত কাণ্ড ডায়মণ্ড সিটিতে! ফের অর্পিতা মুখোপাধ্যায়ের ডায়মণ্ড সিটির ফ্ল্যাটে গেলেন ইডির আধিকারিকরা। ইডির তরফে জানানো হয়েছে, আবাসনে ঢোকা-বের হওয়ার রেজিস্টার-সিসিটিভি আরও ভাল করে খুঁটিয়ে পরীক্ষা করতেই এ-দিন আবাসনে যান তাঁরা। কথা বলেন, নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে আবাসিকদের সঙ্গেও।
এছাড়াও এই আবাসন থেকেই অর্পিতার চারটি গাড়ি উধাও হয়ে গিয়েছিল। পরে দুটি গাড়ি মিলেছে। কিন্তু, এখনও পর্যন্ত দুটি গাড়ির কোনও খোঁজ পাওয়া যায়নি। শনিবার ডায়মণ্ড সিটির ফ্ল্যাটে গিয়ে সেই বিষয়টিও তদন্ত করা ইডি আধিকারিকদের অন্যতম কাজ। সংশ্লিষ্ট অংশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এ বিষয়ে কোনও তথ্য পাওয়া যায় কি না, সেটাও উদ্দেশ্য তদন্তকারী আধিকারিকদের।
অর্পিতার এই ফ্ল্যাট থেকে মোট ২১ কোটি ২০ লক্ষ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৫০ লক্ষ টাকার গয়না ও ৫৪ লক্ষ টাকার বিদেশি মুদ্রাও বাজেয়াপ্ত করা হয়েছে। তার পরই প্রথমে আটক পরে গ্রেফতার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে।
Be the first to comment