রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ, সুজয়কৃষ্ণ সহ ৫৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন করল ইডি

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- রাজ্যের শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ও ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র-সহ মোট ৫৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। জানা গিয়েছে, রাজ্যের আদালতগুলিতে শীতকালীন ছুটি চললেও নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠনের জন্য বৃহস্পতিবার কলকাতার বিচার ভবনে বসেছে এই বিশেষ আদালত।

আদালতের নিয়ম অনুযায়ী, এদিন স্বশরীরে আদালতে হাজিরা দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি ইডি’র এই মামলা থেকে নিষ্কৃতি চেয়ে আবেদন করেছেন বলে জানা গিয়েছে। বিধি মোতাবেক, যে মামলা থেকে নিষ্কৃতি দেওয়ার আর্জি আগে জানাবেন, তাঁদের চার্জ গঠনের শুনানি আগে হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ এবং অর্পিতার একাধিক সম্পত্তির হদিশ সম্পর্কে আদালতে দৃষ্টি আকর্ষণ করেছে ইডি।
প্রসঙ্গত, চলতি সপ্তাহে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় কে, কত সম্পত্তির মালিক হয়েছে তার বিস্তারিত তথ্য দিয়ে চার্জশিট দিয়েছিল ইডি। ইডি চার্জশিটে আরও দাবি করেছিল, প্রাথমিকের নিয়োগ মামলায় এখনও পর্যন্ত দুর্নীতির পরিমাণ মোট ১৫১ কোটি ২৬ লক্ষ টাকা। সংশ্লিষ্ট চার্জশিটে বলা হয়েছে, মোট ২৮টি সংস্থার কথা। সেখানে কালো টাকা সাদা করার কথাও বলা হয়েছে। এই ঘটনায় মোট ৫৪ জন অভিযুক্ত। ইডি’র তরফ থেকে স্পষ্টভাবে এও বলা হয়েছে, অধিকাংশ লভ্যাংশ গিয়েছে পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠদের কাছে।
অর্পিতা এবং পার্থ চট্টোপাধ্যায়ের নামেই শুধু ১০০ কোটি টাকার দুর্নীতি রয়েছে। পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতার ১০৩ কোটি ৭৮ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় তাঁদের বাগানবাড়ি পাওয়া গিয়েছে। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে ইডি’র গোয়েন্দারা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বেহালার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। পরে দক্ষিণ কলকাতায় তাঁর বান্ধবী অর্পিতার বাড়িতেও তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*