আসানসোল সংশোধনাগারে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করবে ইডি

Spread the love

গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করার জন্য আজ বৃহস্পতিবার আসানসোল সংশোধনাগারে আসছে এনফোর্সমেন্ট ডিরেক্টরটের (ইডি) আধিকারিকরা। ইডি সূত্রে খবর, গরু পাচারে কোটি কোটি টাকা লেনদেন, ব্যাঙ্কের অ্যাকাউন্ট নিয়ে জেরা করে টাকার উৎস সম্পর্কে জানতে চান ইডির তদন্তকারীরা।

আজ অনুব্রতকে জেরা করার জন্য আসানসোলের উদ্দেশে যাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি দল। এর আগে এই একই মামলায় গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মন্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে। তাঁকেও প্রথমে আসানসোলে জিজ্ঞাসাবাদ করে ইডি। কিন্তু এরপরেই ২১ অক্টোবর আইনি জটিলতার জন্য দিল্লিতে নিয়ে যাওয়া হয় তাঁকে। এরপর গত ৪ নভেম্বর তাঁকে তিহার জেলে নিয়ে যাওয়ার জন্য ইডির আবেদন মঞ্জুর করে আদালত।

প্রসঙ্গত, সিবিআই তদন্তে অনুব্রতর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস পাওয়া গেছে। তার মধ্যে একটি প্রাইভেট ব্যাঙ্ক , ২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এই তিনটি ব্যাঙ্কের মধ্যে রয়েছে আটটি অ্যাকাউন্ট। মোট ১৬ কোটি ৪৫ লক্ষ টাকার হদিস রয়েছে বলে দাবি সিবিআইয়ের।এই অ্যাকাউন্টগুলি অনুব্রত মণ্ডল, সুকন্যা মণ্ডল, অনুব্রতর স্ত্রী, দুই কোম্পানি, বিদ্যুৎ বরণ গায়েনের বলে জানায় সিবিআই। বিপুল পরিমাণ টাকার উৎস খুঁজতে ইতিমধ্যেই দিল্লিতে অনুব্রতর মেয়ে, তাঁর হিসাবরক্ষক ও ঘনিষ্ঠ ব্যবসায়ীকে তলব করেছে ইডি। এবার অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডির কর্তারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*