শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়ি সহ ১৩টি জায়গায় হানা ইডির। ৮০-৯০ জন ইডির আধিকারিকরা অভিযান চালাচ্ছেন। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন আহ্বায়ক শান্তিপ্রসাদ সিনহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টচার্য এবং পর্ষদ সচিব রত্না চক্রবর্তী বাগচীকেও।
শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ পার্থর নাকতলার বাড়িতে আচমকা হানা দেন ইডির আধিকারিকেরা। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেঘলিগঞ্জের বাড়িতেও ইডি হানা দিয়েছে। পরেশ অধিকারী প্রভাব খাটিয়ে মেয়ে অঙ্কিতা অধিকারীকে শিক্ষিকার চাকরি করে দিয়েছেন বলে অভিযোগ ওঠে। একাধিকবার পরেশকে ডেকে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। হাইকোর্ট পরেশের মেয়ে অঙ্কিতা অধিকারীকে শিক্ষকতার চাকরি থেকে বরখাস্ত করে।
জুনের শেষ থেকেই এসএসসির দুর্নীতি মামলায় আর্থিক লেনদেন সংক্রান্ত তদন্তের গতি বাড়িয়েছে ইডি। সম্প্রতি ৬০ জন প্রাথমিক শিক্ষককে সিজিও কমপ্লেক্সে তলব করে ইডি। অভিযোগ, ওই সব শিক্ষকদের নিয়োগ করা হলেও তাঁদের কোনও ওএমআর শিট ছিল না। ইতিমধ্যেই লেনদেনের কিছু নির্দিষ্ট অ্যাকাউন্টের হদিশ পেয়েছে ইডি। বাগদা-রঞ্জন কাণ্ডেও একাধিক সূত্র মিলেছে। সেই তদন্তের অগ্রগতির জন্যই ওই শিক্ষকদের তলব করেছিল ইডি।
২০১৪ সালে বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাথমিক টেটে নিয়োগের ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগে মামলা চলছে হাইকোর্টে। নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে প্রাথমিক শিক্ষা পর্যদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশেই পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে বরখাস্ত করা হয়েছে। আপাতত পর্যদের চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন রত্না চক্রবর্তী বাগচী।
Be the first to comment