দু’বার জিজ্ঞাসাবাদের পর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার কোনও কিনারা করতে পারেনি সিবিআই। এবার হুগলির তৃণমূল যুবনেতার বাড়িতে পৌঁছল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সকাল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুটো দল নিউটাউনের চিনার পার্ক এলাকায় কুন্তলের দু’টি ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে বলে খবর।
প্রসঙ্গত, সিবিআই সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তাপস মণ্ডল টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন কুন্তলের বিরুদ্ধে। সিবিআইয়ের দাবি, তাপস তাঁদের জানিয়েছেন যে, বেআইনি শিক্ষক নিয়োগের টাকা নিয়েছেল কুন্তল। সেই সূত্র ধরেই জিজ্ঞাসাবাদের জন্য কুন্তলকে ডেকে পাঠানো হয়েছিল। বুধবার নিজাম প্যালেসে হাজিরাও দিয়েছেন কুন্তল।
বুধবার সিবিআই দফতরে বেশ কিছু নথি সঙ্গে নিয়ে হাজিরা দেন কুন্তল। এক ঘণ্টা থাকার পর বেরিয়ে যান। বুধবার দুপুরে নিজাম প্যালেসে এসেছিলেন তাপসের এক প্রতিনিধিও। নিজাম প্যালেস থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছিলেন কুন্তল। তাঁর প্রশ্ন ছিল, ‘‘আমি যদি টাকা নিতাম, সিবিআই কি এত সহজে আমাকে ছেড়ে দিত?’’
এর পর বৃহস্পতিতেও কুন্তল নিজাম প্যালেসে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।এবার রাত পোহাতেই কুন্তলের ফ্ল্যাটে পৌঁছল ইডি।
Be the first to comment