
রোজদিন ডেস্ক, কলকাতা:-মঙ্গলবার সকালে নদিয়ার গেদে উত্তরপাড়া গ্রামের বাসিন্দা অলোকের বাড়িতে হানা দেয় ইডি। এই আলোক হলেন কলকাতার একটি সাইবার ক্যাফের মালিক। এই অলোক নামে ব্যক্তিটি পাসপোর্ট দালাল নামে পরিচিত। বাংলাদেশী নাগরিকদের চিকিৎসার কারণে কলকাতায় যাতায়াতের পাসপোর্ট তৈরি করে দেওয়া বেআইনিভাবে, মেয়াদ পেরিয়ে যাওয়া ভিসা, বিভিন্ন জটিলতার মধ্যে আটকে পড়া পাসপোর্ট এর সমস্যা সমাধান করাতে পারদর্শী এই আলোক। এছাড়া অনুমান যে বাংলাদেশীদের ভারতে আসা যাওয়ার ক্ষেত্রেও এর ভূমিকা থাকতে পারে।
দিনভর তল্লাশিতে উদ্ধার হয় গুরুত্বপূর্ণ নথি। ইডির একটি সূত্রে খবর, অবৈধ ভাবে পাসপোর্ট তৈরি, বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট ছাড়া ভারতে যাতায়াতের ক্ষেত্রে যে অসাধু চক্র রয়েছে, তাতে যুক্ত অলোক। সাইবার ক্যাফের মালিক ভিসা এবং পাসপোর্ট সংক্রান্ত কাজকর্ম করতেন। জানা যাচ্ছে, বাংলাদেশ-সহ বিভিন্ন দেশের ভিসা পাইয়ে দিতেন তিনি।
অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশে গেদেবাসী অলোকের যোগ আছে কি না, তা তদন্ত শুরু হয়েছে। স্থানীয়েরা জানাচ্ছেন, সকালে ছয়-সাতটি গাড়ি ওই ব্যবসায়ীর বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল। দু’টি গাড়িতে ইডি আধিকারিকেরা ছিলেন। আরও চার-পাঁচটি গাড়িতে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। বাহিনী পুরো বাড়ি ঘিরে ফেলে। শুরু হয় তল্লাশি। শেষমেশ অলোককে গ্রেফতার করা হয় বলে ইডি সূত্রে খবর।
Be the first to comment