ন্যাশানাল হেরাল্ড মামলায় টাকা নয়ছয়ের অভিযোগে আপাতত জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর। বুধবার তৃতীয় দিনে ইডি অফিসাররা ঘণ্টাতিনেক ধরে জিজ্ঞাসাবাদ চালান সোনিয়াকে। এর মধ্যে আর কংগ্রেস নেত্রীকে ডাকা হচ্ছে না বলেই ইডি সূত্রের খবর।
মঙ্গলবার লাঞ্চের বিরতির সময়টুকু বাদ দিয়ে দু’দফায় প্রায় ৬ ঘণ্টা ইডি অফিসাররা জিজ্ঞাসাবাদ করেন ৭৫ বছর বয়সি প্রবীণ নেত্রীকে। এর আগে ২১-শে জুলাই তাঁকে প্রথম তলবe করা হয়েছিল। এই তিনদিনই রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের সর্বস্তরের নেতা-কর্মীরা দিল্লির রাজপথে নেমে বিক্ষোভ দেখান।
রাহুল, মল্লিকার্জুন খাড়গে, অধীর চৌধুরীর মতো কংগ্রেস নেতাদের মঙ্গলবার প্রায় ৭ ঘণ্টা আটকে রাখা হয় থানায়। এদিনও পথে নেমে বিক্ষোভে শামিল হয়েছিলেন কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের অভিযোগ, অযথা হেনস্তা করতেই কংগ্রেস সভানেত্রীকে ইডি তলব করেছে। এর পিছনে বিজেপির হাত রয়েছে।
সংসদে গত কয়েকদিন ধরে কংগ্রেস কেন্দ্রীয় সংস্থাগুলি দিয়ে হেনস্তার প্রতিবাদে হইহল্লা করে। গত ২১ জুলাই সোনিয়াকে ইডি তলব করায় ব্যঙ্গ করেছিল তৃণমূল। ওইদিন কলকাতায় তৃণমূলের শহীদ সমাবেশ ছিল। সেই সমাবেশে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, শহীদ দিবসের থেকে নজর ঘোরানোর জন্যই আজ কংগ্রেস সভানেত্রীকে ইডি তলব করেছে।
Be the first to comment