ষষ্ঠ শ্রেণি থেকেই এবার কোডিং শিখবে পড়ুয়ারা, নয়া শিক্ষানীতি কেন্দ্রের

Spread the love

আক্ষরিক অর্থেই শিক্ষানীতির ভোল বদল ৷ বুধবার নয়া শিক্ষানীতি ঘোষণা করল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ৷ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে একটি অন্যতম হল ষষ্ঠ শ্রেণি থেকে কোডিং শিক্ষা ৷

২০১৪ সালের নির্বাচনী ইস্তেহারে নয়া শিক্ষানীতি চালুর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি ৷ দেশের গোটা শিক্ষা ব্যবস্থাকেই একেবারে আমূল সংস্কার করা হয়েছে নয়া নীতিতে ৷ দেশের মোট জিডিপি-র ৬ শতাংশ বরাদ্দ করা হয়েছে শিক্ষাখাতে৷ যা এতদিন ছিল ৪.৪৩ শতাংশ ৷

নয়া নীতিতে বিশেষ ভাবে জোর দেওয়া হয়েছে স্কুলেই ভোকেশনাল শিক্ষায় ৷ এই নয়া শিক্ষানীতিতে বলা হয়েছে, ছাত্রদের মধ্যে স্কুল জীবন থেকেই অঙ্ক ও বিজ্ঞান ভাবনা বাড়াতে ভোকেশনাল শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে ৷ ছাত্র-ছাত্রীরা ক্লাস ৬ থেকেই কোডিং শিখবে ৷

বুধবার মন্ত্রীসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয় নয়া জাতীয় শিক্ষানীতিতে ৷ এর ফলে দেশে পড়াশোনার ধরনে বড়সড় বদল আসতে চলেছে ৷ সেপ্টেম্বর-অক্টোবরে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই এই নীতি প্রণয়ন করতে চায় কেন্দ্র ৷

কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে জাতীয় শিক্ষানীতি ২০২০-কে অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা ৷ গত ৩৪ বছর ধরে দেশের এডুকেশন পলিসির কোনও সংস্কার করা হয়নি ৷ একবিংশ শতকের পড়ুয়াদের জন্য একান্ত উপযোগী এই নয়া শিক্ষানীতি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*