এই বছরে

Spread the love

আর্যতীর্থ –

ঠিক কতটা করেছো লাভ, কি খোয়ালে এই বছরে,

লাভ কি বলো সেসব কথা অঙ্ক কষে হিসেব করে?

স্মৃতির কফিনবন্দী করে সময় রাখুক তাদের তুলে,

এবার সময় সামনে দেখার, আগের বছর বেবাক ভুলে।

দুঃখ কিছু ফাউ জুটেছে হয়তো কারো এই বছরে

খন্দখানায় ভরে ছিলো গিয়েছো যে রাস্তা ধরে।

সেই বিষাদে আকাশ ঢেকে আগামীতেও চলতে গেলে

আর কাউকে দোষ দিও না আগের মতোই হোঁচট খেলে।

কিংবা তোমার সুখযাপনের রূপকথা সব এই বছরে

চাওয়ার বেশী প্রাপ্তি দিলো ভাগ্য তোমায় দুহাত ভরে।

সফলতার পট্টি চোখে বাঁধলে সেটাও বোকামি যে,

কেউ জানেনা পরের মোড়েই তোমার জন্য লুকিয়ে কি যে।

বেশির ভাগের মাঝামাঝি কেটেছে দিন এই বছরে,

সুখের গাড়ি দুখের গাড়ি পাশাপাশি আস্তে জোরে।

আনন্দ আর অশ্রু মিশে ক্যালেন্ডারের বাতিল পাতায়,

এবার লেখা শুরু আবার ভাবীকালের সাদা খাতায়।

রোজনামচায় গল্প অনেক ফেললে লিখে এই বছরে,

আবছা হওয়ার অমোঘ পলি জমবে দেখো কদিন পরে

চলো এবার সামনে হাঁটি , বুকের খাঁচায় নতুন আশা,

কুড়িয়ে নিই ভাগ্য যা দেয় বিষাদ কিংবা ভালোবাসা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*