করোনাভাইরাসের জেরে গোটা পৃথিবীতেই এবারের ঈদ একেবারে অন্যরকম। একসঙ্গে নমাজ পাঠ, কোলাকুলি আর আত্মীয়বন্ধুদের বাড়ি যাওয়া যে উত্সবের মূল সুর, সেটাই যেন এবার কিছুটা হারিয়ে গিয়েছে। করোনাবিধি মেনে এবারের ঈদ নিজের নিজের পালন করেছেন বেশিরভাগ মানুষ।
লকডাউন মেনে ঈদেও বন্ধ রয়েছে দিল্লির আইকনিক জামা মসজিদ। ঈদের সকালে যে মসজিদ প্রাঙ্গন মানুষের ভিড়ে গমগম করে, তা এবার ফাঁকা। এক বছর উত্সব একটু নিষ্প্রভ হলেও করোনা সতর্কতা পালন গোটা সমাজের জন্য অনেক বেশি জরুরি বলে মনে করছেন মুসলিম সমাজের প্রধানরা। তাই ঈদ পালন করতে গিয়ে লকডাউন ভাঙার একেবারেই পক্ষপাতী নন তাঁরা।
কেরালা এবং জম্মু-কাশ্মীরে রবিবারেই পালিত হয়েছে ঈদ। বাকি দেশে সোমবার পালন হচ্ছে ঈদ-উল-ফিতর। দীর্ঘ এক মাস রোজা রাখার পর এই বিশেষ দিনটি পালন করেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। ঈদে বাজারও এবার ফাঁকা। ঈদ উপলক্ষ্যে কেনাকাটার যে ধূম পড়ে যায়, তাও এবার দেখা যায়নি। সকাল থেকেই ফাঁকা বেশিরভাগ মসজিদ এবং ঈদগাহগুলি।
Be the first to comment