১৩ মে হতে পারে ঈদ, আর ওই দিনই মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোটগ্রহণের দিন ঠিক করেছে র্নিবাচন কমিশন। তারই প্রতিবাদ জানিয়ে সোমবার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন ‘বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশন’র চেয়ারম্যান মহম্মদ ইয়াহিয়া।
প্রসঙ্গত, সপ্তম দফায় ২৬ এপ্রিল ভোট মুর্শিদাবাদ জেলার ১১টি বিধানসভা আসনে। কিন্তু বৃহস্পতিবার সামশেরগঞ্জের সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী রেজাউল হক ওরফে মন্টু বিশ্বাস মারা যান করোনা সংক্রমিত হয়ে। পর দিন শুক্রবার বিকেলে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর। বিকল্প দিন হিসেবে ১৩ মে ওই দুই কেন্দ্রে ভোট হবে বলে জানিয়ে দেয় কমিশন।
তার পরেই বৈঠকে বসে ইমাম অ্যাসোসিয়েশন। ঠিক হয়, কমিশনের এই সিদ্ধান্তের প্রতিবাদে চিঠি পাঠানো হবে। যদিও কমিশনকে দেওয়া চিঠিতে শুধুমাত্র সামশেরগঞ্জের ভোটের কথাই উল্লেখ করা হয়েছে।
Be the first to comment