ঈদের আগে কাশ্মীরে আংশিক চালু মোবাইল ও ইন্টারনেট পরিষেবা

Spread the love

শুক্রবার সকালে জম্মু ও কাশ্মীরে ফোন ও ইন্টারনেট পরিষেবা আংশিকভাবে চালু করা হয়েছে । শুক্রবারের নামাজের জন্য লোকজনের চলাচলেও বিধিনিষেধ শিথিল করা হয়েছে । যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাজার হাজার নিরাপত্তাকর্মী উপত্যকায় মোতায়েন রয়েছে।

এদিকে আজ সকালে শ্রীনগরের জামা মসজিদের মূল ফটক বন্ধ ছিল। তবে শহরের ভিতরের ছোটো ছোটো মসজিদে নামাজ পড়ার অনুমতি দেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন প্রশাসনিক আধিকারিকরা। তাঁরা জানিয়েছেন, কোনও সমস্যা ছাড়াই নামাজ চললে আরও শিথিল করা হবে বিধিনিষেধ।

রাজ্য পুলিশের ডিজিপি দিলবাগ সিং বলেন, নিজের নিজের এলাকায় নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছে। এতে কোনও বাধা নেই। তবে নিজের এলাকা থেকে অন্যত্র যাওয়া উচিত নয় । উল্লেখ্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহ সহ প্রায় ৪০০ রাজনৈতিক নেতা পুলিশ হেফাজতে রয়েছেন। রাজ্যপাল সত্যপাল মালিক বৃহস্পতিবারই পরিস্থিতি পর্যালোচনা করে আশ্বাস দিয়েছিলেন, জুম্মার নামাজ ও ইদ উৎসব পালনের জন্য আগামী সপ্তাহে বিধিনিষেধ শিথিল করা হবে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশে ভাষণে জানিয়েছেন, সোমবার ঈদ উদযাপনের সময় যাতে নাগরিকরা কোনও অসুবিধার সম্মুখীন না হয় সেটা সরকার নিশ্চিত করবে । মোদী বলেন, আমাদের বন্ধুরা যারা বাইরে থাকে, তারা যদি ঈদে বাড়ি ফিরতে চায় তবে সরকার সবরকম সহায়তা করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*