পিয়ালি আচার্যঃ প্রবল শীতে কাঁপছে দেশ। পশ্চিমবঙ্গেও এখন শীতের দাপট তীব্র। গত কয়েকবছরের তুলনায় ঠান্ডা এবার জাঁকিয়ে বসেছে কলকাতায়। ফুটপাত থেকে হাইরাইজ শীতের কামড়ে ত্রাহি ত্রাহি অবস্থা সবার। একটু উষ্ণতার সন্ধানে আকুল মানুষ।
তবে পাতা ঝরার-রিক্ততার মরসুম শীতে অন্যান্যবারের মত এবারেও মেলা কার্নিভালের খামতি নেই। ঠিক যেন ফাঁকা ক্যানভাসে রঙীন ছবি। বৈজ্ঞানিকরা অবশ্য এই শীতকালে ঠান্ডা পড়ার বিষয়টিকে অত্যন্ত সদর্থক লক্ষণ বলেন। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে এবং পরিবেশগত কারণে ঋতুচক্র ব্যাহত হচ্ছিল কয়েক বছর। কিন্তু নতুন বছরে এটাই সুখবর যে শীত এসেছে তার নিজের রূপে।
চিত্রগ্রাহকঃ প্রশান্ত দাস
Be the first to comment