আগামী কয়েকমাসের মধ্যেই ফিরতে পারে এল নিনো। সতর্কবার্তা শোনাল মার্কিন আবহাওয়া সংস্থা ন্যাশনাল ওসানিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ)। মহাশাগরীয় এই উষ্ণ স্রোতের প্রভাবে মতিগতি পাল্টে যায় আবহাওয়ার। বিশেষজ্ঞদের মতে, প্রশান্ত মহাসাগরের জলের গড় তাপমাত্রা যখন স্বাভাবিকের থেকে কমপক্ষে ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায় তখনই এল নিনো সৃষ্টি হয়। সাধারণত এটি ২-৭ বছরের মধ্যে চক্রাকারে এই পরিস্থিতি আসে। আমাদের দেশে গ্রীষ্মকালে উষ্ণ বায়ু ভূস্তরের অনেক উপরে উঠে যায়। সেই শূন্যস্থান পূরণ করতে সমুদ্রের জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঢুকে পড়ে স্থল ভাগে। সৃষ্টি হয় বর্ষার পরিস্থিতির। কিন্তু এল নিনো এলে ঠিক উল্টো পরিস্থিতির সৃষ্টি হয়। জলীয় বাষ্পপূর্ণ স্থলভাগে ঢুকেত বাধা পেয়ে ফিরে যায়। ফলে খরা দেখা দেয়। ১১৯৭, ২০০২, ২০০৪, ২০০৯ এবং ২০১৪ তে এল নিনোর আগমনে খরা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এই বছর কী হয় সেটাই দেখার
Be the first to comment