দ্বিতীয় দফার ভোটে নির্বাচনের জন্য তিন কেন্দ্রে ১৯৪ কোম্পানি বাহিনী মোতায়ন করা হলো। জানা গিয়েছে, শুধুমাত্র রায়গঞ্জেই ৬৪ কোম্পানি আধাসেনা। কুড়ি শতাংশ বুথে সশস্ত্র রাজ্য পুলিশ। এদিকে বাংলার জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকতে বলা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। জানা গিয়েছে, ১৮৬ কোম্পানি থাকবে বুথের পাহারায়। ৯ কোম্পানি আস্থা জাগানোর কাজ করবে। রায়গঞ্জে ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
দার্জিলিঙের জন্য ৬৯ কোম্পানি। জলপাইগুড়িতে ৫২ কোম্পানি আধাসেনা। তবে ১ কোম্পানি আধাসেনা নিয়ে সিদ্ধান্ত হয়নি। দ্বিতীয় দফার ভোটে আরও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ৷ বৃহস্পতিবার জলপাইগুড়ি, দার্জিলিঙ এবং রায়গঞ্জে দ্বিতীয় দফার লোকসভা ভোট হতে চলেছে ৷ তবে পাহাড়ের ৮০% বুথ স্পর্শকাতর ৷ দার্জিলিং,কালিম্পং,কার্শিয়ঙে ৩ জায়গার ৮০% বুথ স্পর্শকাতর চিহ্নিত করা হয়েছে ৷ ৩ জায়গাতেই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷
Be the first to comment