মাসানুর রহমান,
আগামীকাল দ্বিতীয় দফায় ভোটগ্রহণ জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, ও দার্জিলিং লোকসভা কেন্দ্রে। জলপাইগুড়ি কেন্দ্রের জন্য মোতায়েন থাকছে ৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জলপাইগুড়িতে মোট বুথের সংখ্যা ১৮৬৮। রায়গঞ্জ আসনে মোতায়েন থাকছে ৬৪ কোম্পানি বাহিনী। রায়গঞ্জে মোট বুথের সংখ্যা ১৬২৩। দার্জিলিঙে থাকছে ৭৭ কোম্পানি বাহিনী, এখানে বুথের সংখ্যা ১৮৯৯ টি।
জলপাইগুড়ির ৮০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। জলপাইগুড়িতে ইঞ্জিনিয়ারিং কলেজে তৈরি হয়েছে অস্থায়ী ক্যাম্প আর এদিকে উত্তর দিনাজপুরের ইসলামপুর কলেজে তৈরি হয়েছে অস্থায়ী ক্যাম্প। আজ সকালে এই দুই জায়গা থেকে ইভিএম ও জরুরি সরঞ্জাম নিয়ে বুথের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভোটকর্মীরা।
Be the first to comment