রাত পোহালেই শেষ দফায় ভোট, সপ্তম দফার ভোটে কি কি বাড়তি নজর কমিশনের; আসুন দেখে নিই

Spread the love

মাসানুর রহমান,

রাত পোহালেই আরোও একবার গনতন্ত্রের উৎসব। লোকসভা নির্বাচনে শেষ দফার লড়াই আগামীকাল। নির্বাচনের সপ্তম দফায় এ রাজ্যে ৯ টি লোকসভা আসনে ভোটগ্রহণ হবে কাল৷ যাদবপুর, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ, দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, জয়নগর, মথুরাপুর এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষ রায় জানাবে আগামীকালের ভোটে।

সপ্তম দফার ভোটে সবরকমের সতর্কতা অবলম্বন করতে চলেছে নির্বাচন কমিশন। স্পর্শকাতর ও অতিস্পর্শকাতর বুথগুলিতে বাড়ানো হচ্ছে ওয়েব কাস্টিং এছাড়াও বাড়ানো হচ্ছে সিসিটিভির নজরদারি। থাকছে বাড়তি ভিডিওগ্রাফিও। ইতিমধ্যে ৯টি কেন্দ্রেই নির্দেশ পাঠানো হয়ে গেছে বলেই জানা যায়। এর আগের দফাগুলোতে ওয়েব কাস্টিং ও সিসিটিভি আগের ভোটে ছিল ৬০.০৪ শতাংশ তবে শেষ দফায় তা বাড়িয়ে করা হয়েছে ৭০ শতাংশ বুথেই। প্রতিটি কেন্দ্রে থাকছে বাড়তি ২৫ থেকে ৩০ শতাংশ ইভিএম ও ভিভিপ্যাট জানিয়েছে নির্বাচন কমিশন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*