বিরোধীদের ইভিএম-এর আগে ভিভিপ্যাট গণনার দাবি খারিজ করে দিলো নির্বাচন কমিশন ৷ আগের নিয়মেই ভোট গণনা করবে কমিশন অর্থাত্ আগে ইভিএম গণনা হবে ৷ শেষে ভিভিপ্যাট ৷ অতএব ভোট গণনা নিয়ে নিজেদের সিদ্ধান্তেই অটল থাকল কমিশন ৷
উল্লেখ্য, ইভিএম কারচুপি নিয়ে একযোগে অভিযোগ করে বিরোধীরা ৷ ২২টি বিরোধী দল এই অভিযোগ জানিয়ে একটি স্মারকলিপিও দেয় নির্বাচন কমিশনে ৷ বিরোধীদের অভিযোগ নিয়ে আজ অর্থাত্ বুধবার বৈঠক করে কমিশন ৷ সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়, বিরোধীদের দাবি মেনে ভিভিপ্যাটের সঙ্গে ইভিএম গরমিল হলে সংশ্লিষ্ট কেন্দ্রের সব ভিভিপ্যাট গণনা ও ইভিএম-এর আগে ভিভিপ্যাট গণনার আবেদন খারিজ হয়ে যায় ৷
Be the first to comment