কলকাতা ও বিধাননগর সহ ১১০টি পুরসভার ভোট সম্ভবত এপ্রিল মাসেই

Spread the love

এগিয়ে আসতে পারে বিধাননগর এবং আসানসোল পুরসভার ভোট ৷ কলকাতা সহ ১১০ পুরসভার ভোট সম্ভবত এপ্রিলে ৷ তবে ভোট যখনই হোক প্রস্তুত তৃণমূল-বিজেপি ৷ সূত্রের খবর, চলতি বছরের এপ্রিল মাসে ভোট হতে পারে কলকাতা সহ ছ’টি কর্পোরেশন এবং ১০৪টি পৌরসভার ৷ সব মিলিয়ে ১১০টি পৌরসভায় এপ্রিল মাসেই ভোট করাতে চায় নবান্ন।

ইতিমধ্যেই ভোটের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে নির্বাচন কমিশনে ৷ আগামী ১৭ জানুয়ারি ৯৩টি পুরসভার আসন সংরক্ষণ নিয়ে খসড়া তালিকা প্রকাশ করতে চলেছে কমিশন ৷ খসড়া তালিকা প্রকাশের পরে নিয়মমাফিক ১৪ দিন সময় থাকবে আপত্তি জানানোর। ১০ ফেব্রুয়ারি সমস্ত পুরসভার আসন সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। এর আগেই ৭ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে। আইন অনুযায়ী আসন সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশের ১০ সপ্তাহ পরে ভোট করতে কোনও সমস্যা নেই।

বিধাননগর এবং আসানসোল পুরসভার চলতি বছরের অক্টোবর মাসে মেয়াদ শেষ হচ্ছে। কিন্তু তার আগেই এপ্রিলে অন্যান্য পুরসভার সঙ্গে ওই দুই পুরসভার ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ভোট হতে চলেছে কলকাতা কর্পোরেশন,হাওড়া, চন্দনগর ও শিলিগুড়ি কর্পোরেশনের৷ একই সঙ্গে দার্জিলিং পুরসভার ভোটও করিয়ে নিতে চাইছে মমতা সরকার৷ এমনটাই সূত্রের খবর।

হাওড়া-সহ রাজ্যের ১৭টি পুরসভার মেয়াদ একবছর আগে শেষ হয়েছে। বাকি ৯২টি পুরসভার মেয়াদ এপ্রিল অথবা মে মাসে শেষ হচ্ছে। বিধাননগর ও আসানসোল কর্পোরেশনের মেয়াদ শেষ হচ্ছে অক্টোবরে। রাজ্যের শাসকদল সমস্ত পুরসভার ভোট একসঙ্গে করতে চায়।

২০১৯ সালের জুলাই মাসে বিধাননগর পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন সব্যসাচী দত্ত। এরপর ওই পুরসভার মেয়র হন চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী। অন্যদিকে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত ৷ সম্ভাব্য ভোট এপ্রিলে ধরে নিয়ে ঘর গোছাতে শুরু করেছে বিজেপি তৃণমূল দুই শিবিরই৷


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*