করোনা পরিস্থিতিতে লোকসমাগম কম করতে বাড়ানো হয়েছে প্রায় ৩০ শতাংশ বুথ। বুথ বাড়ায় স্বাভাবিকভাবেই বাড়ছে ভোটকর্মীর সংখ্যা। পশ্চিমবঙ্গে বুথের সংখ্যা ৭৭,৪১৩ থেকে বাড়িয়ে করা হচ্ছে ১,০১,৯১৬।
বাড়ি বাড়ি প্রচার ৫ জনের বেশি নয়। ওই ৫ জনের মধ্যেই ধরা হয়েছে প্রার্থীকে।
রোড শো-এর ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়েছে ৫টি গাড়িকে।
প্রার্থীর নমিনেশন জমা দিতে পারবেন অনলাইনে। প্রার্থী নিজে গিয়ে নমিনেশন জমা দিলে তাঁর সঙ্গে যেতে পারবেন মাত্র ২ জন।
ভোটকর্মীদের নিতে হবে করোনা টিকা।
ভোটগ্রহণ করা হবে অতিরিক্ত ১ ঘণ্টা। বিকেল ৫টার পরিবর্তে ভোট নেওয়া হবে ৬টা পর্যন্ত।
বুথে বুথে থাকবে সিসিটিভি ক্যামেরা।
বয়স্ক মানুষদের কথা মাথায় রেখে বুথ করা হবে একতলায়।
আশি বছরের বেশি বয়সের ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা।
Be the first to comment